টঙ্গীতে ডেসকোর মতবিনিময় ও গণশুনানী

0
311
728×90 Banner

শেখ রাজীব হাসান. বিশেষ প্রতিনিধি: টঙ্গীতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো)’ র মতবিনিময় ও গণশুনানীর আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার এরশাদনগরের মাজিদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে ডেসকোর টঙ্গী পশ্চিম জোন।
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানীর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রি: জে: মো. শহীদ সারোয়ার (অব:) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক (হিউম্যান রিসার্চ) মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড একাউন্টস) মো. সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মোস্তফা কামাল, নুর মোহাম্মদ, জগদীশ চন্দ্র মন্ডল, ইঞ্জিনিয়ার এস এম হাবিবুর রহমান, স্থানীয় কাউন্সিলর মো. ফারুক আহমেদ, ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা ও সাংবাদিক এস এম মনির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ডেসকো ১৯৯৬ সালে পাওয়ার সেক্টর রিফর্ম প্রোগ্রামের আওতায় সরকারী কোম্পানী হিসাবে আত্মপ্রকাশ করে। ১৯৯৮ সালে প্রাক্তন ডেসার মিরপুর এলাকা নিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। মিরপুর এলাকার সাফল্য দেখে পরবর্তীতে ২০০৩ সালে ডেসার গুলশান, উত্তরা এবং ২০০৭ সালে টঙ্গী এলাকায় প্রদান করা হয়। বর্তমানে ডেসকোর মোট গ্রাহক সংখ্যা প্রায় ১০ লাখ এবং সিস্টেম লস কমিয়ে আনা সম্ভব হয়।
গণশুনানী অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের গ্রাহক তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। সে সকল মতামতের ভিত্তিত্বে ডেসকোর কর্মকর্তারা তাদের অভিমত ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here