Daily Gazipur Online

টঙ্গীতে তালিকাভুক্ত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে আরবান ডেভেলপমেন্ট সেন্টার আরবান প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে তালিকাভুক্ত শিশু ইউএন্ডডিসি শিশু ও স্থানীয় জনপ্রতিনিধিদের অর্ন্তগত গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড বিভিন্ন এলাকার শিশুদের মাঝে শিক্ষা উপকরণ খাতা বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার মেঘনা রোড এলাকার সবেমিলে করি সমিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রা ম্যানেজার জসিম উদ্দিনের সভাপতিত্বে তালিকাভুক্ত নি¤œ আয়ের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সদস্য নূরুল ইসলাম নূরু, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার ডমেনিজ সেন্টু গোমেজ, প্রোগ্রাম অফিসার লরেন্স ফলিয়া, রনি হালদার, স্বাস্থ্য সুপারভাইজার রিয়াজ উদ্দিন, টিভেট সহায়তাকারী দাউদ ইব্রাহিম, ক্যাম্প সহায়তাকারী বেলায়েত হোসেন, ইস্পন্তরশীপ চাইল্ড প্রোটেকশন এন্ড ওয়াশ তাসলিমা আক্তার, আছিয়া আক্তার, আসমা আক্তার প্রমুখ। এ সময় বক্তরা বলেন টঙ্গীর বিভিন্ন বস্তি এলাকার শিশুদের লেখাপড়া কথা চিন্তা করে ওয়ার্ল্ড ভিশন একটি তালিকা সংগ্রহ করেছে। ওই তালিকা অনুসারেই তালিকাভুক্ত শিশুদের লেখাপড়ার জন্য শিক্ষা উপজরণ বিতরন করা হয়েছ।
উল্লেখ্য গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ডে তালিকাভুক্ত ৫শ’ শিশু, ৫১নং ওয়ার্ডের ওয়ার্ডে তালিকাভুক্ত ৫শ’ শিশু, ৪৯ নং ওয়ার্ডের তালিকাভুক্ত ৫শ’ শিশু, ৫৫নং ওয়ার্ডের তালিকাভুক্ত ১১শ’ শিশুসহ সর্বমোট বিভিন্ন ওয়ার্ডের ৪৭শ’ শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ১০টি করে খাতা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।