
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ব্যবসায়ীদের টাকা ছিনিয়ে নেয়ার সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বনমালা রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, কাউসার নামের এক মাছ ব্যবসায়ী তার ফুফাত ভাই ও চাচার সাথে মাছ ক্রয়ের উদ্দেশ্যে অটো রিক্সা করে আব্দুল্লাহপুর যাচ্ছিলেন। যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনমালা রোডের মাথায় পৌঁছা মাত্র ৭জন ছিনতাইকারি তাদের পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের সাথে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় তারা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়। টহলরত অবস্থায় টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায়া মামলা দায়ের করা হয়েছে।






