টঙ্গীতে তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
236
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর তুরাগ নদীর তীর ঘেষে অবৈধভাবে দখল করা প্রায় শতাধিক কাচাপাকা দোকান ও দুটি চারতলা মার্কেটসহ বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ)। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত টঙ্গী বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান চলে।
উচ্ছেদ চলাকালে দোকানদারা অভিযোগ করে বলেন, কতিপয় নেতারা আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা অগ্রিম নিয়ে দোকান ভাড়া দিয়েছে। দোকান ভাড়া দেওয়ার সময় তারা মর্কেট নিজেদের বলে দাবি করে। এই উচ্ছেদের কারণে আমরা তাদের কাছ থেকে টাকা আদায় করতে পারবো না। আমাদের এখন পথে বসা ছাড়া কোন উপায় নেই।
বিআইডবিøউটিএ যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন জানান, অভিযানে টঙ্গী বাজার মসজিদ মার্কেটসহ একটি ৬তলা, দুটি ৪তলা, আধাপাকা মাছের বাজার ২৮টি, টিনসেড দোকান ৭০টিসহ বেশ কিছু দোকান ঘর উচ্ছেদ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, টঙ্গী বাজার এলাকায় অবৈধ দখল এবং ব্যবসায়ীদের ময়লা আর্বজনা নদীতে ফেলার কারণে নদীর পানি দূষিত হচ্ছে। গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষের ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় বাজারে জমে থাকা ময়লা আবর্জনা সরাসরি তুরাগ নদীতে ফেলা হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here