Daily Gazipur Online

টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ড

ডেইলি গাজীপুর প্রতিবেদক :  গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। আজ শনিবার বেলা ১১:২০ টায় মিলগেট শহীদ সুন্দর আলী সড়কে তুলা তৈরির গুদামে এই অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে টঙ্গী, ভোগড়া ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, শনিবার বেলা ১১:২০ টায় আব্দুস সাত্তারের তুলার গুদামে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। মুর্হুতের মধ্যে আগুন আশপাশের শহিদুল ইসলাম, রাজু, আব্দুল মান্নান, শাহিনের ও চায়না গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত তুলা তৈরির কাঁচামাল, তৈরি তুলা, আসবাব ও মেশিনপত্র পুড়ে যায়। ১১:২০ টায় আগুন লাগে, ফায়রার সার্ভিস ঘটনা স্হলে পৌঁছে ৪৫/৫০ মিনিট পরে।ভোগড়া ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পানি সংকটে অগ্নিনির্বাপন কাজে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আশপাশে কোনো জলাশয় না থাকায় পানির সংকট দেখা দিয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান গাজীপুর ০৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাধারন সম্পাদক- গাজী সালাহ্উদ্দিন তিনি ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীদের সাথে সাক্ষাত করে তাদের সান্ত্বনা প্রদান করার চেষ্টা করেন এবং তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন কো অপারেটিভ সোসাইটির নেতা সাকের হাজী, সাবেক কাউন্সিলর সেলিম মিয়া, টঙ্গী থানা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী দুলাল, টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, ৫৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহির, থানা বিএনপি নেতা মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজীবুর রানা, যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, কৃষকদলের মহানগরের যুগ্ম আহবায়ক আলফাজ দেওয়ান, শাহজালাল, সাইফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।