Daily Gazipur Online

টঙ্গীতে দুই মাদক কারবারি আটক

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী ব্যাংকের মাঠবস্তি র‌্যাব অভিযান চালিয়ে নজরুল ইসলাম(৫৩) ও তার নিজ মেয়ে সুমি(২৮)নামে দুই মাদক কারবারিকে ৮০০পিছ ইয়াবা ও ১০পিছ ফেনসিডিলসহ আটক করা হয়।  সোমবার দুপুরে র‌্যাবের একটি বিশেষ টিম টঙ্গীর ব্যাংকের মাঠবস্তির নেত্রীর তুফানির বাড়িতে এ অভিযান চালায়। আটককৃত মাদক ব্যবাসায়ীরা টঙ্গী ব্যাংকের মাঠবস্তিতে তুফানির বাসায় থেকে মাদক কারবারি করতো।
এলাকাবাসি জানান, টঙ্গী ব্যাংকের মাঠবস্তিতে দির্ঘদীন যাবত নেত্রী তুফানির বাড়ির ভাড়াটিয়া ও তার নাতি মিদুল, নজরুল এবং সুমি মরণ নেশা ইয়াবা ও ফেনসিডিল ব্যবসা করে আসছে । ঢাকার একটি র‌্যাবের বিশেষ টিম সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কেনাবেচা করছিল ব্যাংকের মাঠবস্তিতে। ওই সময় র‌্যাব অভিযান চালিয়ে ৮০০পিছ ইয়াবা ও ১০পিছ ফেনসিডিলসহ দুজনকে হাতেনাতে আটক করে।