Daily Gazipur Online

টঙ্গীতে দুই শিশু কন্যা ধর্ষণ, গ্রেপ্তার ১

জাহাঙ্গীর আকন্দ: গাজীপুরের টঙ্গীতে খেলার কথা বলে ঘরে ডেকে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে শামসুল হক ওরফে খোরশেদ(৫০) নামে একজনে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ৯৯৯ এ ফোনের পরিপ্রেক্ষিতে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত খোরশেদ কিশোরগঞ্জ জেলার ভাটিভাঙ্গাটিয়া গ্রামের মৃত গাজী মাহমুদের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিশ জানান, ৯৯৯-এ খবর পেয়ে বিষয়টি নিয়ে কাজ শুরু করেন তারা। একজন ভিকটিমকে উদ্ধারের পর আরও একজনকে ধর্ষণ করার কথা জানতে পারে পুলিশ। ভিকটিমদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে খোরশেদকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে খোরশেদ। এই ঘটনায় মঙ্গলবার রাতে নিয়মিত আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
তিনি আরও বলেন, ভিকটিম দুই শিশুই অনেক অসহায়। তাদের বয়স ৬ এবং ৯ বছর। তাদের দু’জনেরই মা নেই। তাদের পরিবার বিষয়টা প্রকাশ করতে দেরি করায় পুলিশ দেরিতে ঘটনা জানতে পারে।