Daily Gazipur Online

টঙ্গীতে দুটি কারখানায় আগুন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর ম্যারিকো বাংলাদেশ ও শুভ্র মিলান্স স্পিনিং কারখানায় ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এসব অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয় তিস্তারগেট এলাকার ম্যারিকো বাংলাদেশ লিমিটেড নামের একটি নারিকেল তৈল বোতলজাতকরন কারখানার গোডাউনে সকাল ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো গোডাউনসহ ও অন্যান্য আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে গোডাউনে রক্ষিত মালামাল ও আসবাবপত্র পুড়ে যায়।
অপরদিকে, টঙ্গীর মুদাফা এলাকার এনন টেক্স লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান শুভ্র মিলান্স স্পিনিং কারখানায় বেলা ১১ টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় দুটি ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: আতিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে ওই দু’টি অগ্নিকান্ডের সূত্রপাত। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।