Daily Gazipur Online

টঙ্গীতে দুস্থ ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পুরষ্কারপ্রাপ্ত, মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড, শেরে বাংলা একে ফজলুল হক, জাতীয় চার নেতা ও সাপ্তাহিক দেশের ডাক অ্যাওয়ার্ড পাওয়ায় বিশিষ্ট ক্রীড়াবিদকে টঙ্গী পশ্চিম থানা যুবলীগের উদ্যোগে সংবর্ধনা ও দুস্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুক্রবার রাতে টঙ্গীর খাপাড়া একাদশ ক্রীড়া চক্রের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লার সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সংবর্ধনা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। প্রধান আলোচ্যক হুমায়রা রহমান এনি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, ৫০নং ওয়ার্ড কাউন্সিলর আবুবকর সিদ্দিক, টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ মো: শাহ আলম, যুবলীগ নেতা রবিউল হোসেন দুলু, আওয়ামীলীগ নেতা সিরাজুল হক, হাজী মো: ইসমাইল হোসেন কন্ট্রাক্টর, নজরুল ইসলাম, যুবলীগ নেতা মোস্তাকিম রহমান নাহিদ, সিমান্ত খোকন, সোহেল আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট ক্রীড়াবিদ মজিবুর রহমানকে সংবর্ধনা ক্র্যাস্ট ও দুস্থ অসহায় শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।