Daily Gazipur Online

টঙ্গীতে ‘নাটোরের কাঁচা গোল্লা’ কারখানায় পুলিশের অভিযান

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মধ্য আরিচপুরে একটি বাসা ভাড়া নিয়ে ভেজাল খাদ্য ‘নাটোরের কাঁচা গোল্লা’ এবং কথিত ‘চকলেট’ প্রস্তুত ও বাজারজাত করা হতো। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানা গত বুধবার রাতে ওই মিনি কারখানায় অভিযান চালিয়ে ভেজাল খাদ্য ৩২৫ কেজি ‘নাটোরের কাঁচা গোল্লা’ ও কথিত চকলেটসহ একজনকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুর ১২টায় টঙ্গী পূর্ব থানা কনফারেন্স রুমে এক প্রেসব্রিফিংয়ে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান জিএমপি দক্ষিণ বিভাগের কর্মকর্তারা।
পুলিশ জানায়, জিএমপি কমিশনারের দিক নির্দেশনায় অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত¡াবধানে টঙ্গী পূর্ব থানার অফিসার ইন চার্জের নেতৃত্বে একটি টিম বুধবার রাত ১১টা ২০ মিনিটে স্থানীয় মধ্য আরিচপুরের জনৈক ইউসুফ মিয়ার বাসার (বাসা নং-১১০) নিচ তলায় অভিযান চালায়। এসময় ৩২৫ কজি ভেজাল খাদ্য (কথিত চকলেট ও নাটোরের কাঁচা গোল্লা) জব্ধ এবং ভেজাল খাদ্য প্রস্তুত ও বাজারজাত করার দায়ে ওই বাসা থেকে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার পুটিখালী গ্রামের আবু তাহের হাওলাদারের ছেলে বেলায়েত হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়। বেলায়েত উক্ত বাসা ভাড়া নিয়ে ভেজাল খাদ্য প্রস্তুত ও বাজারজাত করে আসছিলেন। অভিযানকালে তার কাছ থেকে প্রতিটি ২৫ কেজি ওজনের ১২ বস্তা বা ৩০০ কেজি ভেজাল খাদ্য (কথিত চকলেট) এবং প্যাকেটের গায়ে নাটোরের কাঁচা গোল্লা লেখা ২৫ কেজি ওজনের ১ বস্তা ভেজাল খাদ্য জব্ধ করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইন চার্জ আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত বেলায়েত ঢাকার সাভার এলাকা থেকে এসব ভেজাল খাদ্যদ্রব্য সংগ্রহ করে দীর্ঘদিন যাবত টঙ্গীসহ আশপাশ এলাকায় বাজারজাত করে আসছিল। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।