Daily Gazipur Online

টঙ্গীতে নারী ও কিশোরী যৌন – প্রজনন মাসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় এনজিও ফুলকি আয়োজিত নারী ও কিশোরী যৌন – প্রজনন মাসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশন জোন- ১ হল রুমে অনুষ্ঠিত হয়।


ফুলকির প্রকল্প ব্যবস্থাপক সাহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম আঞ্চলিক কর্মকর্তা সিটি কর্পোরেশন, এ কে এম সিদ্দিকুর রহমান খান তত্ত্বাবধায়ক প্রকৌশলী,মইনুল ইসলাম সিনিয়র নগর পরিকল্পনাবিদ, শিখা বিশ্বাস থানা শিক্ষা অফিসার, নিলিমা আক্তার লিলি মহিলা আওয়ামীলীগ, কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, নারী কাউন্সিলর হামিদা বেগম, এড. শওকত আলী,শেখানুল ইসলাম শাহী সম্মিলিত সংস্কৃতি জোট, জিয়াউল কবির খোকন,আ.স.ম জাকারিয়া, নিজাম উদ্দিন সম্মিলিত সংস্কৃতি জোট, আনোয়ারা বেগম সভাপতি মহিলা পরিষদ,মেহেরুননেছা সিমা প্রমুখ।