Daily Gazipur Online

টঙ্গীতে নারী মাদক কারবারিসহ গ্রেফতার-৩

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গী পৃথক স্থান থেকে ইয়াবা, গাঁজা ও নারীসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক, নগদ অর্থ ও ল্যাপটপ উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানায় মামলা রজু শেষে গতকাল মঙ্গলবার তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
র‌্যাব সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে গোপন সংবাদে জানতে পারে ইয়াবার একটি বড় চালান বিক্রয়ের উদেশ্যে একটি মাদক চক্র টঙ্গী মরকুন পশ্চিমপাড়া আমতলী কেরানীটেক (ইয়াবা টাওয়ার) এলাকার মাদক স¤্রাজ্ঞী রানীর বাসায় সামনে অবস্থান করছে। পরে ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১ এর সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় মাদকের ডিলার সুমাইয়া আক্তার রানী (৪০) ও তার সহযোগী রাহুলকে (২১) গ্রেফতার করে র‌্যাব কার্যালয়ে নিয়ে যায়। এ সময় তাদের সাথে থাকা ব্যাগ ও দেহে তল্লাশী চালিয়ে ৫ হাজার ৮’শ ২৫ পিচ ইয়াবা টেবলেট, ৩ টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
এদিকে, একই রাতে একই এলাকার রহমতনগর জামে মসজিদের সামনে থেকে মিরাজুল হক (২৯) নামে এক পাইকারী গাজা কারবারিকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৪ কেজি গাজা জব্দ করা হয়। ধৃত মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত টঙ্গী এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মদদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাজা পাইকারী বিক্রয় করে আসছিলো।
গ্রেফতাকৃতদের সোমবার রাতে টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করা হলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রজু শেষে গতকাল মঙ্গলবার গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. দেলোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।