টঙ্গীতে পৃথক ঘটনায় বায়িং হাউজের মালিকসহ তিন ব্যক্তি নিহত

0
261
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের টঙ্গী চেরাগআলী মার্কেট এলাকায় রাস্তা পার হতে গিয়ে গাড়ী চাপায় নিহত হয়েছেন বায়িং হাউজের এক গার্মেন্টসের মালিক। তার নাম রাসেল সিকদার (৩৫)। তিনি উত্তরা আজিমপুর এলাকায় বসবাস করেন। ঘটনার সময় তিনি রোড ডিভাইডার টপকিয়ে পার হতে গিয়ে একটি সিমেন্টবাহী গাড়ীর চাপায় পড়েন। টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান, নিহত ব্যক্তি অনির্ধারিত স্থান দিয়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
অপর দিকে টঙ্গীতে অজ্ঞাত (২৭) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য রাতেই মরদেহ গাজীপুর মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর গামী একটি মাক্রোবাস টঙ্গীর চেরাগ আলী এলাকায় এসে পৌছায়। স্থানীয় একটি সপিং সামনে হঠাৎ মাইক্রোবাস থেকে অজ্ঞাত যুবকের গলাকাট লাশ ছুড়ে ফেলে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পুলিশে খবর দেয়। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের নাম পরিচয় জানা যায়নি।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের (ওসি) এমদাদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
এদিকে টঙ্গীর পূর্ব-থানা এলাকার কেটুগেটে হামিম গ্রুপের শ্রমিক হালিম ৪০ নামে এক ব্যাক্তি গাড়ির ধাক্কায় নিহত হয়েছে ।তার লাশ টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার সরকারী হাসপাতালে রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here