টঙ্গীতে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

0
182
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে শিরিন সুলতানা (২৮) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে টঙ্গীর গাজীপুরা (ধরপাড়া) এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
শিরিন পাবনার পাচুরিয়াবাড়ী গ্রামের আব্দুল রশীদের মেয়ে। টঙ্গীতে বড় বোনের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় এম ও এম ফ্যাশনস কারখানায় জ্যাকার্ড অপারেটর হিসেবে চাকরি করতেন শিরিন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, রাত ৯টায় কারখানা থেকে ফিরে দুই বোন খাওয়া-দাওয়া করেন। এর মাঝে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে দুই জন ঘুমিয়ে পড়েন। সকালে তার বোন ঘুম থেকে উঠে শিরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে শিরিন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here