Daily Gazipur Online

টঙ্গীতে প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন কর্মসুচি পালিত

জাহাঙ্গীর আকন্দ: টঙ্গীতে প্রতিবন্ধী উন্নয়ন ও পুনর্বাসন কর্মসুচি পালিত হয়েছে। স্থানীয় এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, হিয়ারিং এইড ডিভাইস ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় এরশাদ নগর ৬নং ব্লক মসজিদ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর (বিএনঅফ) এর অর্থায়নে ও ইকো-সোস্যাল ডেভেলমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)এর উদ্যোগে ইকো-সোস্যাল ডেভেলমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল আলীমের সভাপতিত্বে কর্মসূচি সমম্বয়কারী মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্ত্যব রাখেন, টঙ্গীর বেসরকারি স্কুল ঐক পরিষদ এর সাধারণ সম্পাদক ও ৪৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ কামরুল হাসান দিপু প্রমুখ। এসময় ৬জন প্রতিবন্ধুীকে হুইল চেয়ার, ৩জনকে হিয়ারিং এইড ডিভাইস ও ৫ জনকে ৫হাজার টাকার চেক প্রধান করেন।