ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার সংলগ্ন শহীদ স্মৃতি স্কুল রোডস্থ সানী সমাজ কল্যাণ সংস্থা ও ডক্টরস্ ফার্মেসীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প (স্বাস্থ্য পরীক্ষা ) আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি সকাল হতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা স্বনামধন্য শিক্ষক লেখক, গবেষক আলহাজ্ব শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, প্রবীণ শিক্ষক নিজাম উদ্দিন আহমেদ ,টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আহসান উল্লাহ,টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ৪৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন,ডক্টরস্ ফার্মেসীর স্বত্বাধিকারী নিলুফা ইয়াসমিন মনিরা,প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: ওয়ালিদা সালাম হিম প্রমুখ। কর্মসূচিতে ডা: ওয়ালিদা সালাম হিম শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন।