Daily Gazipur Online

টঙ্গীতে প্ল্যান বিহীন ৩টি বাড়ি গুড়িয়ে দিল রাজউক

 এক মালিককে ৫ লাখ টাকা জরিমানা

মৃণাল চৌধুরী সৈকত: গাজীপুর মহানগরের টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার দারুল ইসলাম আবাসনের রাজউকের প্ল্যান বহির্ভূত ৩টি বাড়ি গতকাল মঙ্গলবার গুড়িয়ে দিয়েছে রাজউক উত্তরা শাখা কর্তৃপক্ষ। রাজউকের প্ল্যান বিহিন বাড়িগুলোর মালিকরা হচ্ছেন, হাসান ইকবাল গং, ইসমাইল গং ও আয়েজ আব্দুল্লাহ।
রাজউক কর্তৃপক্ষ জানায়, এ সকল বাড়ির মালিকদের বেশ কয়েক মাস পূর্বে তাদের স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ দেয়া হয়েছিলো রাজউকের পক্ষ থেকে। তা মেনে না নেয়ায় অভিযান করে রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিট্রেট জেসমিন আকতার উপস্থিত থেকে বাড়িগুলো গতকাল ভেঙ্গে দেন। এসময় অপর এক বাড়ির মালিক মো. ফারুকউজ্জামানকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে। অভিযানটি বেলা ১১ টা থেকে বিকেল পৌণে ৪ টা পর্যন্ত চলে। উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন, রাজউক উত্তরা (জোন-১) এর পরিচালক নূরুল ইসলাম, অথরাইজ অফির্সার সরদার মো. মাহাবুবুর রহমান, কর্মকর্তা আব্দুল রহিম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লাইনের অফির্সার রফিকুল ইসলাম, এস.আই মাকসুদ, এ.এস.আই আনোয়ার হোসেন।
উচ্ছেদ করা বাড়িগুলো জামাত সমর্থিত নেতাদের বলে অপর একটি সূত্র জানায়।
ঢাকা রাজউকের উত্তরা অঞ্চলের (উপ-সচিব) ম্যাজিষ্ট্রেট জেসমিন আক্তার জানান, আমরা এ স্থাপনা গুলো ভেঙ্গে বাড়ির মালিকদের সতর্ক করে দিলাম। আগামীতে রাজউকের প্ল্যান ছাড়া কোন বাড়ি নির্মান করা যাবে না। করলে তা ভেঙ্গে দেয়া হবে। আমাদের এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।