
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর মিলগেইট এলাকায় অবস্থিত চুড়ির বস্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তের মধ্যেই আগুন বস্তির আশপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে বস্তির প্রায় ২৬০টি বসতঘর ও ৭/৮টি ঝুটের গুদাম পুড়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন গতকাল শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইকবাল হোসেন বলেন, টঙ্গীর মিলগেইট এলাকায় মধ্যরাতে অগ্নিকান্ডের খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। একপর্যায়ে ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বস্তির প্রায় ২৬০টি বসতঘর ও সাত-আটটি ঝুট গুদাম পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে চুড়ির গুদামে আগুন লাগলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কমীরা ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় বস্তির বাসিন্দারা ঘর থেকে কোনো মালামাল সরিয়ে নিতে পারেননি। আগুনে সর্বস্ব পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন অনেকে।






