Daily Gazipur Online

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে পোশাক শ্রমিকদের বেতনের দাবিতে আন্দোলন ও সড়ক অবরোধ। টঙ্গী সাতাইশ এলাকায় রক এন্ড রোল অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা তিনদিন যাবত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় শ্রমিকরা বেতনের দাবিতে শান্তিপূর্ণ ভাবে কারখানার সামনে সড়কে লাল নিশান উড়িয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এসময় শ্রমিকরা জানান শ্রমিক আন্দোলনের সময় কারখানা বিল্ডিং মালিকের পক্ষ থেকে ভাড়াটিয়া লোকজন দ্বারা শ্রমিকদের উপর হামলা চালায় এতে দুই জন শ্রমিক আহত হয় প্রাথমিক চিকিৎসার জন্য টঙ্গী একটি স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে স্থানীয় সাংবাদিকরা কথা বলতে চাইলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উপস্থিত ছিলেন।