Daily Gazipur Online

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বকেয়া বেতনের দাবিতে টঙ্গীর টি আর জেড পোশাক কারখানা লিমিটেডের দুই শতাধিক শ্রমিক ও স্টাফ বিক্ষোভ করেছে। গতকাল বুধবার দুপুর ১টায় স্থানীয় কলকারখানা অধিদপ্তরের সামনে শ্রমিকেরা এই বিক্ষোভ করেন।
কারখানার একাধিক শ্রমিক জানান, তাদের দুই কিস্তিতে ফেব্রয়ারি মাসের কিছু বেতন দেওয়া হয়েছে। ফেব্রয়ারি মাসের বেতনের অংশ, মার্চ মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছেন।
এ বিষয়ে টি আর জেড কম্পানি পরিচালক মোহাম্মদ অপুকে মোবাইল ফোনে কল করেও পাওয়া যায় নি।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, টি আর জেড কারখানা কর্তৃপক্ষ ফেব্রয়ারি মাসের বেতনের ৭৫ ভাগ পরিশোধ করলেও পুরো টাকা পরিশোধ করতে পারেনি। তিনি আরো জানান, শ্রমিকের বেতন ২৫ ভাগ বকেয়া থাকলেও স্টাফদের বেতন ৪ মাসের বকেয়া রয়েছে। গতকাল থেকে শ্রমিক ও স্টাফ মিলে একসাথে আন্দোলন করছে।