Daily Gazipur Online

টঙ্গীতে বলাৎকারে কিশোরের মৃত্যু,আটক ২

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে বলাৎকারে ১৫ বছর বয়সের এক কিশোরের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. আল-আমিন। সে টঙ্গীর এরশাদ নগর এলাকার ৬ নং ব্লকের বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মাহিন ও হৃদয় নামের দুইজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, নিহত আল-আমিন তৃতীয় শ্রণী পর্যন্ত লেখাপড়া করেছে। পরিবারের অভাব মেটাতে কয়েক বছর ধরে একটি লোহার দোকানে কাজ করে আসছিলো সে। গত বৃহস্পতিবার রাতে ইসলামিক আলোচনা শুনতে একই এলাকার চার বন্ধু মিলে আল-আমিনকে বাসা থেকে ডেকে ইজতেমা ময়দানের টিনসেড মসজিদে নিয়ে যায়। পরে তাকে রুটি খেতে দেয় তারা। রুটি খাওয়া এক পর্যায়ে জ্ঞান হারায় আল-আমিন। পরদিন সকালে জ্ঞান ফিরলে বাড়ি ফিরে এসে কাউকে কিছুই জানায়নি সে।
ঘটনার একদিন পর শনিবার নির্যাতিত কিশোর অসুস্থ হয়ে পরলে তাকে তাৎক্ষণিক টঙ্গী হাসপাতালে নিয়ে যায়। শিশুটির মলদ্বারে গুরুতর জখম রয়েছে বলে চিকিৎসকরা তার অভিভাবকদের জানান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসা জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরলে বৃহস্পতিবার রাতে শিশুটির মৃত্যু হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য পাজীপুর মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম একই এলাকার মান্নান সর্দারের ছেলে মাহিন (১৫), ইউসুফের ছেলে হৃদয় (১২), ফজর আলীর ছেলে কায়সার (১৫) ও জয়নালের ছেলে সাইফুল (১৪) বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এব্যাপারে টঙ্গী পশ্চিম থানা ওসি মো. এমদাদুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।