Daily Gazipur Online

টঙ্গীতে বসতঘরে ভয়াবহ অগ্নিকান্ড ১৭টি ঘর ভষ্মিভূত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় আজ শনিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিকরা দাবী করেছে। অগ্নিকান্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ আউচপাড়া বদরুল আলমের বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেনের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের বসতঘরে দ্রুত ছড়িয়ে পড়ে ও পার্শ্ববতী বাড়ির তিনটি বাড়ির ১৭টি টিনের তৈরি ও আধাপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।