Daily Gazipur Online

টঙ্গীতে বাকপ্রতিবন্ধী নারী নিখোঁজ

মো: জাহাঙ্গীর আকন্দ: গাজীপুর মহানগরীর গাজীপুরা বড় বাড়ি এলাকা থেকে রবিবার (১৬আগস্ট) মোসা: আয়শা বেগম (২৫) নামে বাকপ্রতিবন্ধী এক নারী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় গাছা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। তার স্বামী: মো: আবুল কালাম আজাদ জানান, গাজীপুরা বড় বাড়ি ভাড়া বাসা থেকে কাউকে কিছু না বলে চলে যায়। পরে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। তার গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা-৫ফুট ১ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য-ভালো, মুখের বামপাশের্^ তিলকসহ বামপাশের্^র কাটা চিহ্ন রয়েছে। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে দয়া করে উক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। সন্ধান প্রার্থী, স্বামী মো: আবুল কালাম আজাদ, মোবাইল: ০১৯২০৭৭৮৪০৩, ০১৭৭৭৯৪৫৯৭৩।