টঙ্গীতে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

0
92
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় বাসের ধাক্কায় সরকারি তিতুমির কলেজের বিবিএর দ্বিতীয় বর্ষের ছাত্র সোয়াদ মাহমুদ ফাহিম(২৩) নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এঘটনা ঘটে। মৃত ফাহিম শরীয়তপুর জেলার পালং থানার সোনামুখি গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। সে টঙ্গী পুর্ব থানার দত্তপাড়া শান্তিবাগ এলকায় পরিবারের সাথে বসবাস করতেন বলে জানা গেছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হয় ফাহিম। এসময় কলেজগেট এলকায় এসে জলসিড়ি পরিবহন (ঢাকা মেট্রো ১১৫৫৯৫) উঠতে যায় সে। এসময় ওই বাসের হেলপারের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হেলপার তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে অপর একটি চলন্ত বাসের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর দেখে হাসপাতাল কতৃপক্ষ ফাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠিয়ে দেয়। তার পরিবারের লোকজন তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
টঙ্গী পুর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় হেলপারসহ বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here