Daily Gazipur Online

টঙ্গীতে বিআরটিসি বাসে আগুন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বিএনপি জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী সিরামিক্স মার্কেটের সামনে।
এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
যাত্রীরা জানান, বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের মধ্যেই বিশেষ প্রয়োজনে তারা বিআরটিসি (নং-ঢাকা মেট্রো-ব ১৫-৫০৯৮) বাসে চড়ে গাজীপুরা এলাকা থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। এ সময় হোসেন মার্কেট থেকে যাত্রীবেশে ৯-১০ জন দুর্বৃত্ত বাসে উঠে আগুন ধরিয়ে তাৎক্ষণিক নেমে পড়েন। এতে গাড়ির সিটে আগুন জ্বলতে থাকে। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করে গাড়ি থেকে নেমে পড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নেভায়। ততক্ষণে আগুনে বাসের দুটি সিট পুড়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে। রোববার সকাল থেকে জনগুরুত্বপূর্ণ স্থান গুলোতে ছিলনা কোন বারতি জটলা বা ব্যস্ততা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলেনি কোন দূরপাল্লার গনপরিবহন। কিছু আন্তঃজেলা গনপরিবহন চলতে দেখা গেলেও যাত্রী সংখ্যা ছিল খুবই কম। সকাল আটটার দিকে শ্রমজীবী মানুষের কিছুটা ভিড় থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেটাও কমে যায়। সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। বেলা এগারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চেরাগ আলী মার্কেট এলাকায় একটি বিআরটিসি দোতলা বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাসের দ্বিতীয় তলার দুইটি আসন পুড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এরপর বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের স্টেশন রোড এলাকায় চম্পাকলি সিনেমা হলের সামনে টায়ার জ্বালিয়ে দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয়রা আগুন নিভিয়ে টায়ার অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শিত দাবী ১০/১২ জন বিএনপি কর্মী সড়কে টায়ারে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়।