

মোঃ শাহজালাল দেওয়ান: সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও সংখ্যালঘুদের মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে হামলা ও ভাঙচুর প্রতিরোধে গাজীপুর মহানগর জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টঙ্গী বাজার সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির পরিদর্শনে ও মত বিনিময় করেছেন। শুক্রবার বিকালে টঙ্গী বাজার এলাকার মন্দির এবং এই এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে মত বিনিময় করেন বিএনপির নেতারা। মত বিনিময় অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জরুল করিম রনি। এছাড়াও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি জাবেদ আহমেদ সুমন সরকার, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইসমাই হোসেন রানা,টঙ্গী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন সফি,টঙ্গী পশ্চিম থানা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম,সদস্য সচিব আসাদুজ্জামান নুর (ভিপি),যুবদলের আকবর হোসেন ফারুক,বেনজির রহমান খান পিনটু,নুরি মোস্থফা খান এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা সহ বিভিন্ন ওয়ার্ড, থানা ও মহানগর পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জরুল করিম রনি বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের পাড়া-মহল্লা ব্যাবসা বানিজ্য ও মন্দিরে খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতা আশ্বাস দেন এ সময় নেতারা হিন্দুদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেন ও গাজীপুরের প্রতিটি মন্দির বিএনপি নেতাকর্মীরা পাহারা দিয়ে রাখবেন বলে আশ্বস্ত করেন। মন্দির কমিটির সভাপতি, রঞ্জিত কুমার দাস ও সাধারণ সম্পাদক, অমল চন্দ্র ঘোষ, নেতৃবৃন্দদের মন্দির কমিটির পক্ষ থেকে, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।






