অলিদুর রহমান অলি: বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা, পান্তা ইলিশ ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে আউচ পাড়া এলাকায় নববর্ষ উদযাপন উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের উদ্যোগে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এ আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাষ্টার, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জসিম, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী, সোহেল বেপারী, সেলিম বেপারী, মাহবুব মিয়াজি, সৈকত, ৫১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাতুল সিকদার অমি প্রমুখ।
নববর্ষ উদযাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা প্রভাষক বসির উদ্দিন বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশ ও বাঙালি জাতির প্রাণের উৎসব। এ সময় তারা আরও বলেন, নতুন বছরের শপথ হোক দেশে গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।
টঙ্গীতে বিএনপি উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন
