
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর দক্ষিণ আউচপাড়া হাজী কছিমউদ্দিন বি.এম কলেজ প্রাঙ্গণে শুক্রবার সকালে এইচ.এস.সি (বি.এম) শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ ও করণীয় শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
হাজী কছিমউদ্দিন কারিগরি ও বি.এম কলেজের প্রতিষ্ঠাতা ও টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে ও টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) একেএম জাকির হোসেন ভূঞা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য একেএম মোকছেদুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণট্রাষ্টের সদস্য অধ্যক্ষ ছলিমুল্লাহ সেলিম, জিএমপি’র সহকারি কমিশনার (টঙ্গী জোন) মো. আহসানুল হক, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য অধ্যক্ষ মো. তেলাওয়াত হোসেন, হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, টঙ্গী পৌরসভার সাবেক কমিশনার আবুল হোসেন সিবো, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান ও সাংবাদিক আফজাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তিনি আরও বলেন, কারিগরি শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাধারন শিক্ষায় শিক্ষিতদের চেয়ে কারিগরি শিক্ষা অর্জনকারীরা চাকরি প্রাপ্তির প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে।






