টঙ্গীতে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার

0
132
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ: গাজীপুরের টঙ্গীতে বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ সুমন সরকার (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সাতাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সুমন শেরপুর জেলার শ্রীবরদি থানার কাজীপাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে। সে সাতাইশ এলাকার ইউসুফ মাস্টারের বাড়িতে ভাড়া থাকে।
জানা যায়, রাত ৮টার দিকে সাতাইশ বাগান বাড়ি এলাকার দোকানী ফারুকের সাথে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া লাগে সুমন সরকারের ছোট ভাই শুভ সরকারের। খবর পেয়ে শুভর বড় ভাই সুমন সরকার ঘটনাস্থলে পৌছে পিস্তল বের করে গুলি করতে উদ্যত হয়। এসময় স্থানীয়রা ঘেরাও করে সুমনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সুমনকে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here