Daily Gazipur Online

টঙ্গীতে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ঔষধ ধ্বংস

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে আজ সোমবার বিকেলে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ঔষধ পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালের ৬১ প্রকারের মেয়াদোত্তীর্ণ ঔষধ বাজার থেকে প্রত্যাহার করে স্থানীয় স্কুইব রোডের কারখানার বার্ণার প্ল্যান্টে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ঔষধ প্রশাসনের পরিচালক ড. খন্দকার ছগির আহমেদ, গাজীপুর ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক ড. মো. আকতার হোসেন, ড্রাগ ইন্টারন্যাশনালের জি.এম (প্ল্যান্ট) মো. মাহবুবুল ইসলাম, আমীর হোসেন, আবু সাইদ, মাহমুদুল হোসেন, তানভীর আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


ধ্বংসকৃত ঔষধের আনুমানিক মূল্য ৫লাখ টাকা বলে জি.এম মাহবুবুল ইসলাম জানান।