Daily Gazipur Online

টঙ্গীতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টার প্রতিবাদে ও সরকারের উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন-ডা. মো. মোজাম্মেল হোসেন, ডা. মো. মকবুল হাসান, ডা. শাহরিয়ার খান, ডা. মামুন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. তাসরিন বেগম, ডা. উম্মে তানিয়া নাসরিন, ডা. চৌধুরী তাসলিমা নাসরিন, ডা. আহসানা আক্তার, ডা. বারাকা বদরুদ্দোজা তিথি, ডা. কাউসারী খান কাকন, ডা. ফারহানা তাসনিম, ডা. রাবেয়া, ডা. জিনাত, ডা. আশরাফী শাহরিয়ার প্রমুখ।
মানববন্ধনে ডা. উম্মে তানিয়া নাসরিন বলেন, সংস্কারের নামে অসংস্কার করা হচ্ছে। ২৫ টি ক্যাডারের মধ্যে স্বাস্থ্য ও সাধারণ ক্যাডারকে ক্যাডার সার্ভিসের বাইরে রাখার অপচেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তির অপচেষ্টা হচ্ছে। সরকারের উপসচিব পদে কোটা আমরা মানিনা। অবিলম্বে আমাদের দাবি পুরণ করতে হবে।