মহিউদ্দিন সরকার,স্টাফ রিপোর্টারঃ টঙ্গীতে প্রতি বছরের ন্যায় এ বছরও ৩দিন ব্যাপী ২৯,৩০,৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। এতে দেশ বরেণ্য বীর মুক্তিযোদ্ধাদের ঘটবে আগমন। রনাঙ্গনে বিজয়ী বীরদের আগমনে টঙ্গী উল্লাস আনন্দে হয়ে উঠবে মুখরিত। টসবগে যৌবন নিয়ে যারা একদিন পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। হাতে নিয়েছিল অস্ত্র। দেশ মাতৃকাকে ভালবেসে যারা আত্মহুতি দিয়েছিল। যারা পশ্চিমাদের নীপিড়ন, নির্যাতনকে উপেক্ষা করে রনক্ষেত্রে প্রাণপনে করেছিল যুদ্ধ। তারাই বিজয়ী বীর শ্রেষ্ঠ সন্তান। গত ২০ বছর থেকেই আমজাদ আলী গার্লস স্কুল এন্ড কলেজ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তাদের মেলা। মিলন মেলায় ৩দিন ব্যাপী চলবে আলোচনা সভা ও স্মৃতিচারন এবং মনোজ্ঞ সাংস্কৃতি সন্ধ্যা। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা আলোচনা ও স্মৃতিচারনে অংশগ্রহন করবেন। এ মিলন মেলায় আলো থাকবে- নাচ, গান ও নাটক এবং যাদুবিদ্যার কেরামতি খেলা।
আসন্ন মুক্তিযোদ্ধা মিলন মেলার ১৭ সদস্য বিশিষ্ট কমিটির চেয়ারম্যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং তৃণমূল জনতা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদ, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সরকার নিজাম উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জিনাত সুলতানা আখি, সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ রনজিৎ কুমার কর্মকার, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমূখ।
টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা মিলন মেলা
