Daily Gazipur Online

টঙ্গীতে বৃহত্তর যশোর ঐক্য পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীস্থ বৃহত্তর যশোর ঐক্য পরিষদের উদ্যোগে আজ ৩১ মে শুক্রবার কলেজ গেইটস্থ এ.কে. সরকার স্কুল এন্ড কলেজের হল রুমে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও এ.কে. সরকার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আবদুল করিম সরকারের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন গাজীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা, ইউনিলিভার কোম্পানীর এআরসি সারফ্যাকটেন্টের কর্মকর্তা মোঃ রাহাত আলী, এ্যাডভোকেট এইচ এম সেলিম রেজা, আশুলিয়া গাজীরচট আইডিয়াল স্কুলের সহ প্রধান শিক্ষক উবাইদুল্লাহ ইবনে আহমাদ, মাইটিভির নিউজ রুম এডিটর পলাশ খান, ব্যাংকার মোঃ ওয়াজেদ আলী, সাইদুর রহমান, প্রকৌশলী ফিরোজ মাহমুদ প্রমুখ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৃহত্তর যশোর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও গাজীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এস.এম. হাফিজুর রহমান।
সবার মতামতক্রমে ঈদ উল ফিতরের পরে “ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের” সিন্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও সংগঠনকে এগিয়ে নিতে বিভিন্নমুখী সামাজিক কর্মকান্ড হাতে নেওয়া হয়।