টঙ্গীতে ভূয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার

0
270
728×90 Banner

মো: জাহাঙ্গীর আকন্দ: টঙ্গীতে এসে নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং ডিজিএফআই এর সিআইডি পরিচয়ে স্থানীয় বেকার যুবক যুবতীদের সিআইডিতে চাকুরি দেয়ার নামে প্রতারনা করার সময় শাহ আলম তরফদার (৫৫) নামে একজনকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করে পুলিশে সোপর্দ করেছে । গ্রেফতারকৃত রাসেল জামালপুর জেলার সরিষাবাড়ি থানার মুলাবাড়ি গ্রামের মৃত আ:বারি তরফদারের ছেলে ।
পুলিশ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটককৃত শাহ আলম তরফদার নিজেকে ডিজিএফআই এর সিআইডি পরিচয়ে টঙ্গী পূর্ব থানার গেইটে করিম মোল্লার চায়ের দোকানে বসে পুবাইল খিলগাঁও কামারিয়া গ্রামের সৈয়দ আলী সরকারের ছেলে নাসিম মাহমুদ পাপ্পুকে সিআইডিতে চাকুরি দেয়ার প্রলোভন দিয়ে মেডিকেল করানোর জন্য ৭ হাজার টাকা দাবী করেন। এসময় সেখানে স্থানীয় লোকজনের বিষয়টি সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদে সে সঠিক উত্তর দিতে না পারায় তাকে টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করা হয়েছে । এসময় আটককৃত শাহ আলম তরফদারের নিকট বিভিন্ন যুবক যুবতীর সিআইডিতে চাকুরির আবেদন, ভোটার আইডি কার্ডসহ তার নিজের নামে বাংলাদেশ সেনাবাহিনীর আইডি নং-ইবি ৬২৭৯৯১ এবং সেনা নং – ৪০৫৩৭৪২ ও একটি মোবাইল ফোনসহ নগদ টাকা পাওয়া গেছে।
সে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানাধীন মধ্য খাইলকুর গ্রামের মানিক চান্দের বাড়ির ভাড়াটিয়া এবং ৬ ভাই ৪ বোনের মধ্যে সবার ছোট বলে জানা গেছে ।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মো.আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here