

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর মিলগেইট এ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে গাজীপুর জেলা ঠিকাদার মালিক সমিতির ব্যানারে এ মিছিল ও সভা হয়।
এ সময় আওয়ামীপন্থি ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাদের গ্রেফতারের দাবি জানানো হয়। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করা হলে গাজীপুরকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আবুল হাশেম, হাজী মোহাম্মদ সেলিম, ৫৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, দুলাল মিয়া, জামাল উদ্দিন, আল-আমীন ও আব্দুর রহমান বাবু প্রমুখ।
এর আগে গত শনিবার ভোরে চাঁদাবাজিতে বাঁধা দেওয়ায় আওয়ামীপন্থি ট্রাক ইউনিয়নের নেতারা বিএনপি ও জেলা ট্রাক মালিক ঠিকাদার সমিতির সাত নেতাকর্মীর হামলা চালায়। এতে তারা আহত হন।
