ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ১৫দফা দাবিতে বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছে যমুনা অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এ সময় তারা কয়েকজন কর্মকর্তার পদত্যাগ দাবী করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়ে এই বিক্ষোভ দুপুর ১২টা পর্যন্ত চলে। এরপর শ্রমিকেরা শাখা সড়কে গিয়ে অবস্থান নেয়।
এলাকার লোকজন জানায়, সকাল ১০টার দিকে যমুনা অ্যাপারেলস লিমিটেড ফ্যাক্টরির শ্রমিকেরা বাইরে বেরিয়ে এসে ১৫ দাবি উত্থাপন করে ফ্যাক্টরির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সকাল পৌনে ১১টার দিকে কারখানার সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভ শুরু করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। শ্রমিকদের দাবিগুলো হলো- হাজিরা বোনাস এক হাজার, নতুন হেলপারের বেতন ১২ হাজার ৫০০ টাকা, এডমিন ম্যানেজার কবিরসহ কয়েকজন কর্মকর্তার পদত্যাগ, বৃষ্টির দিনে ১০ মিনিট ছাড় দেওয়া, শ্রমিক চলে গেলে কিছু না বলা, টিফিন বিল ৫০ টাকা, শ্রনিকদের সাথে খারাপ ব্যবহার না করা এবং আন্দোলনরত শ্রমিকদের চাকুরিচ্যুত না করাসহ ১৫ দফা।
ঘটনাস্থলে শিল্প পুলিশ ও স্থানীয় থানা পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের দাবিগুলির যৌক্তিক সমাধানের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকেরা মহাসড়ক থেকে চলে আসলেও বিক্ষোভ চলমান রয়েছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে যমুনা অ্যাপারেলস কারখানার শ্রমিকদের বিক্ষোভ
