টঙ্গীতে মাদক ও সন্ত্রাসবিরোধী প্রতিবাদ সভা

0
153
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে মাদক ব্যবসায়ীর হাতে ব্যবসায়ী আহত হওয়ার প্রতিবাদে টঙ্গীর খরতৈল মাদক ও সন্ত্রাস প্রতিরোধ ও বাড়িওয়ালা কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা রোববার সংগঠনের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা স্বেচ্চাসেকলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং খরতৈল মাদক, সন্ত্রাস প্রতিরোধ ও বাড়িওয়ালা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
মাদক ও সন্ত্রাস প্রতিরোধ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মো: আমজাদ হোসেন, বাড়িওয়ালা সঞ্চয় প্রকল্প পরিচালনা কমিটির সভাপতি মো: দেলোয়ার হোসেন ডালী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোসাদ্দেক হোসেন পটিক, ৫১নং ওয়ার্ড আওয়ামীলীগের আহŸায়ক মো: আলী মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী জয়নাল আবেদীন, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হানিফুর রহমান হানিফ, আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন ৫১নং ওয়ার্ডের ব্যাংক পাড়া শীর্ষ মাদক ব্যবসায়ী শাওন দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার পিতা কাজল মিয়াও একজন মাদক ব্যবসায়ী। তার মা গাজীপুর নির্বাহী ম্যাজিষ্ট্রেটের হাতে মাদকসহ গ্রেফতার হয়ে বর্তমানে জেলহাজতে আছে। গত ২০ আগস্ট মাদক ব্যবসায়ী শাওন, খরতৈল এলাকার আলাল মিয়ার চায়ের দোকানের সামনে বশির আলম নামের অপর এক মাদক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করার সময় আলাল মিয়া প্রতিবাদ করায় তার হাতের চারটি রগ কেটে দিয়েছেন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শাওন। এরই প্রতিবাদে গতকাল রোববার এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা শেষে শাওনের বাড়িতে গিয়ে তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুশিয়ারি করে দেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here