Daily Gazipur Online

টঙ্গীতে মাদক বিরোধী অভিযান,আটক-১৭

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মেট্রো পলিটন পুলিশ টঙ্গী পূর্ব থানা এলাকার ব্যাংক মাঠ বস্তিতে রোববার বিকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- তারেক- পিতা ইউসুফ আলি, আলামিন-পিতা আলমগির, আরিফ-পিতা মজিবুর, ইমরান হোসেন- পিতা হাফিজুর রহমান, সুমন-পিতা আব্দুল করীম, হেলাল-পিতা ইউনুস, সায়মন-পিতা মিরাজ হাউলাদার, তিশাদ-পিতা সাখাওয়াত হোসেন, বাদল মিয়া-পিতা মৃত ফরিদ মিয়া, জালাল মিয়া-পিতা সোলেমান মিয়া, জাহাঙ্গীর হোসেন-পিতা মৃত শামসুদ্দীন বেপারি। ভ্রাম্যমান আদালতের নির্বাহী কর্মকর্তা রুবাইদা ইয়াসমিন এর পরিচালনায় তাদেরকে আটক করা হয়। উক্ত অভিযানে সহযোগীতায় ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (এসি) আহসান হাবিব। (ওসি) এমদাদুল হক টঙ্গী পশ্চিম থানা। সুভ্রত কুমার পোদ্দার ইন্সপেক্টর অপারেশন টঙ্গী পূর্ব থানা। এস.আই আশরাফুল হাসান, এস.আই মোশারফ হোসেন, এস.আই শাহিন শেখ সহ সহযোগী পুলিশের একটি টিম মাদকের অবয়ারণ্য ব্যাংক মাঠ এলাকায় অভিযান চালিয়ে মাদক সহ তাদেরকে হাতে নাতে আটক করে, ঘটনাস্থলেই বিভিন্ন মেয়াদে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করেন। পরে টঙ্গী পশ্চিম থানা এলাকার মিল গেইট নামা পাড়া বস্তিতে অভিযান চালিয়ে মাদক স¤্রাজ্ঞী সীমা আক্তারকে ইয়াবা সহ হাতে নাতে আটক করেন। একই সময় টঙ্গী মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেন বলে জানান ওসি এমদাদুল হক। তিনি বলেন- ব্যাংক মাঠ বস্তি, মাজার বস্তি, মিল গেইট নামা পাড়া বস্তি, তিনটি মাদক স্পটে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। তাদেরকে মাদক বিরুধী আইনে বিভিন্ন মেয়াদী মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে। তালিকা ভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।