
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন গাজীপুর জেলা শাখার উদ্যোগে আসুন বায়ু দূষণ রোধকরি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা বৃহস্পতিবার টঙ্গী প্রেসক্লাব মরহুম এম এ কাশেম রানা মিলনায়তনে গাজীপুর জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি, কন্ঠশিল্পী আলী আসাদ খান খোকার সভাপতিত্বে এবং গাজীপুর জেলা মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী মো: ইব্রাহিম খলিলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি প্রফেসর ড. মো: আব্দুর রহিম খান। প্রধান আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব রবিউল ইসলাম সোহেল, গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের গাজীপুর মহানগর শাখার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন গাজীপুর মহানগর শাখার সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রঞ্জুল ইসলাম রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক জয় সরকার, মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির অফিস সহকারী এ বি এম আসাদুজ্জামান আসাদ, টঙ্গী পশ্চিম থানা আহŸায়ক সেলিম পারভেজ, বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান খান হৃদয়, মানবাধিকার কর্মী ফখরুল ইসলাম, রমজান আলী সরকার, ইফতেখার আহমেদ, রবিউল ইসলাম আকাশ, আলী হোসেন রুবেল, খলিলুর রহমান, ইয়াসিন হাওলাদার, রমজান সরকার, আব্দুল মান্নান, বাচ্চু মাষ্টার প্রমুখ।
বক্তারা বলেন, আজ পরিবেশ নষ্টের দিকে ধাবিত হচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন গাজীপুর জেলা শাখার উদ্যোগে আসুন বায়ু দূষণ রোধ করি কল্পে পাড়া মহল্লায় বৃক্ষরোপন করি। তারই ধারাবাহিকতায় টঙ্গী প্রেসক্লাবের সামনে দুটি কৃঞ্চচূড়া গাছ রোপন করবো তা পরিবেশ রক্ষার্থে ব্যাপক সহায়তা করবে।






