টঙ্গীতে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

0
250
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দৈনিক মানবজমিনের সম্পাদক মো. মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে টঙ্গীতে মানববন্ধন করা হয়েছে। সোমবার বেলা ১২টায় চেরাগআলী এলাকায় টঙ্গী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন গাজীপুর ও টঙ্গীর বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
টঙ্গী প্রেস ক্লাবের সভাপতি ও মানবজমিনের নিজস্ব প্রতিবেদক এম এ হায়দার সরকারের সভপতিত্বে মানববন্ধনে টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কালিমুল্লা ইকবাল, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাংবাদিক ওয়াজ উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, মাহবুব চৌধুরী, রেজাউল কবির রাজিব, মাসুদ সরকার, কামরুজ্জামান, আবু সালেহ মুসা, আব্দুল আলিম, শেখ রাজীব হাসান, সৈয়দ আলমগীর সুজন সারোয়ার, জাহাঙ্গীর আকন্দ, মরিয়ম আক্তার মৌসুমী ও সুমা আক্তার উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শুধু মানবজমিনের মতিউর রহমানই নয়, দেশের সকল গণ মাধ্যমের কর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের দাবীতে যথাযথ কর্তিপক্ষের দৃষ্টি কামনা করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here