Daily Gazipur Online

টঙ্গীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর এরশাদনগর শালিকচুড়া এলাকায় অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ ও ৫০নং ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে রোববার সকাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জেসমিন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অসামাজিক কাজ করে থাকেন। তার জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ ও ৫০ নং ওয়ার্ডের সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারছেন এবং স্কুল-কলেজ পুড়–য়া ছেলে মেয়ে ধ্বংস হচ্ছে। তাই এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে জেসমিনের মাদক ব্যবসা ও অসামাজিক কাজে বাধা প্রধান করলে মাদক ব্যবসায়ী জেসমিন এলাকাবাসীর বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন ধরনের হুমকি প্রধান করেন এবং গত ১৯ মে টঙ্গী পুর্ব থানায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলরসহ ৭/৮ জনকে আসামী করে টঙ্গী পুর্ব থানায় একটি মামলা দায়ের করেন। এই মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবীতে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মামববন্ধন ও পতিবাদ সভা করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, এলাকার সচেতন মহল আকরাম হোসেন, বাবুল মিয়া, আনোয়ার হোসেন, রেহেনা বেগম, জুলেখা বেগম ও রাশিদাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। কাউন্সিরল মো. ফারুক আহমেদ জনান, জেসমিন একজন মাদকব্যবসায়ী। অসামাজিক কার্যকলাপে জড়িত। এলাকাবাসী আমাকে বিষয়টি জানালে এলাকাবাসীকে সাথে নিয়ে আমি এর প্রতিবাদ করি। এতে সে ক্ষিপ্ত হয়ে আমাকেসহ এলাকার লোকজনকে বিভিন্ন রকমের হুকমি দিচ্ছে। এলাকাবাসীর দাবী মাদক ব্যবসায়ী জেসমিনের অবৈধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।