Daily Gazipur Online

টঙ্গীতে মিনি বাউন্ডারী নাইট ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা পুরষ্কার বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে মরহুম জহুর আলী স্মৃতির স্মরণে মিনি বাউন্ডারী নাইট ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনাল খেলা পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে মরকুন কবরস্থান রোড নূর নবী কমিশনারের বাড়ি সংলগ্ন মাঠে আওয়ামীলীগ নেতা গুরজন আলী মাতাব্বরের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা শাহীন শেখের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর কৃষকলীগের সভাপতি, ৪৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো: হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী থানা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মাষ্টার, টঙ্গী পূর্ব থানা কৃষকলীগের সভাপতি মোস্তফা কামাল, খেলা ঘর ক্রীড়া চক্রের সভাপতি হাবিবুর রহমান স্বপন, তাহেরুন নেছা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আফজাল হোসেন হিমেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুহেল রানা, কৃষকলীগ নেতা আব্দুল মতিন, কাজী সিমুল, আব্দুল মান্নান, শাহিন সিকদার, আলভী মিয়া, সাজ্জাদ আমিন খান সুজন, রিফাত হোসেন, সিয়াম হোসেন, সাইফ আহমেদ, আজমির আহমেদ, নাহিদ মিয়া, ইমন মিয়া, তপু আহমেদ, মিরাজ উদ্দিন, আরিফ আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম জহুর আলী স্মৃতির স্মরণে মিনি বাউন্ডারী নাইট ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।