

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের (২২) মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে টঙ্গী স্টেশন রোডে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি যাত্রীবাহী বাস থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় ওই যুবক। এ সময় জনতা তাকে আটক করে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। টঙ্গী হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বয়স আনুমানিক ২২ বছর। তার পরনে ছিল কালো প্যান্ট ও নীল শার্ট। পরিচয় এখনো জানা যায়নি।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।






