টঙ্গীতে যাত্রীবাহী বাস উল্টে ২ পথচারী আহত

0
291
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর স্টেশন রোড এলাকায় রোববার দুপুরে দ্রুতগামী একটি যাত্রীবাহি বাস উল্টে দুই পথচারী আহত হয়েছে। আহতরা হলেন, মো: জামান (২৩) ও মো: ইয়াছিন (৫০)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থার অবনিত ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের বাসা স্থানীয় হোসেন মার্কেট মোক্তারবাড়ী রোড এলাকায়। আহত জামান সাতক্ষীরা সরকারী কলেজের ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, গাজীপুর গামী ঢাকা মেট্রো-জ-১১-২১৬৯ নম্বরের একটি যাত্রীবাহি বাস অপর একটি কাভার্ডভ্যানকে ওভার টেকিং করতে গিয়ে বাসটি রাস্তার মাঝখানে উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটিকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here