ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে রত্নগর্ভা মরিয়ম বিবি বৃত্তি ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ক্যাম্পাসে আজ শুক্রবার (০৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
রত্নগর্ভা মরিয়ম বিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দিন আহমেদ বলেন, ফাউন্ডেশনের সদস্যদের অনুদানে এই বৃত্তি প্রকল্প পরিচালিত হচ্ছে।
আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মিয়া জানান, এবার টঙ্গীর ১৫ টি স্কুলের ৪৪২ জন ( ৩য় শ্রেনি থেকে ৯ম শ্রেণীর) শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রছাত্রী হঠাৎ অসুস্থ হলে তাদের দ্রুত স্বাস্থ্য সেবা প্রদানের জন্য স্থানীয় ডাক্তার দ্বারা মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে ভিজিটর হিসেবে বিভিন্ন স্কুলের শিক্ষক ও কক্ষ পরিদর্শক হিসেবে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়িত্ব পালন করেন।
বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন,অবিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে সুন্দর পরিবেশে আমরা পরীক্ষা সমাপ্ত করতে পেরেছি।
টঙ্গীতে রত্নগর্ভা মরিয়ম বিবি ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
