Daily Gazipur Online

টঙ্গীতে রিকশাচালক কামড়ে দিল পুলিশ কর্মকর্তাকে

ডেইলি গাজীপুর প্রতিবেদক  : গাজীপুরের টঙ্গীতে এক রিকশাচালক কামড়ে দিয়েছেন পুলিশ কর্মকর্তাসহ দুজনকে । রোববার দুপুরে টঙ্গী শহিদ আহসান উল্লা মাস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।এ ঘটনায় রিকশাচালক দেলোয়ার হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ। তার বাবার নাম নূরুল ইসলাম। দেলোয়ার টঙ্গীর মরকুন মধ্যপাড়া এলাকায় বাস করেন।
পুলিশ জানায়, রোববার দুপুরে দেলোয়ারের রিকশায় চেপে দুই আরোহী আসেন টঙ্গীর শহিদ আহসান উল্লা মাস্টার জেনারেল হাসপাতালে। এ সময় ভাড়া নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ার একপর্যায়ে রিকশাচালক ওই দুই আরোহীকে মারধর করেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে টঙ্গী পূর্ব থানা পুলিশের এএসআই তোফাজ্জাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশকে দেখে দৌড়ে পালাতে গেলে পুলিশ দেলোয়ারকে ধরে ফেলেন। পুলিশের কাছ থেকে পালিয়ে যেতে পুলিশ কর্মকর্তা তোফাজ্জল হোসেনের ডান হাতের আঙ্গুলে কামড়ে আহত করেন। এ সময় পাশে থাকা স্থানীয় যুবক ইমন এগিয়ে গেলে তাকেও কামড়ে দেন দেলোয়ার। পরে আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লা মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রিকশাচালক দেলোয়ার বলেন, ভাড়া নিয়ে আরোহীদের সঙ্গে ঝগড়া হয়। পুলিশ আমরা কোনো কথা শুনছিল না, তাই কামড়ে দিয়েছি। টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) রবিউল আজম বলেন, আহত পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন। রিকশাচালক দেলোয়ার মাদকদ্রব্য সেবনকারী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।