ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ববধানে বিপিএল ফুটবল লিগের শুক্রবার বিকেল ৩:ঘটিকায় শহীদ আহসান উল্লাহ মাস্টার ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর ফুটবল খেলাটি বাফুফে তত্ত¡াবধানে ভ্যেনু সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সদস্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগ টঙ্গী জোনের সভাপতি, ও টঙ্গী থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং টঙ্গী ক্রীড়া চক্রের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরু । বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২১ ম্যাচটি শহীদ আহ্সানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে, টঙ্গী-তে উত্তর বারিধারা ক্লাব এবং মোহামেডান স্পোটিং ক্লাব মধ্যে খেলাটি দুপুর ৩:০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ম্যাচটি উত্তর বারিধারা ক্লাব মোহামেডান স্পোটিং ক্লাবের মধ্যে ১-১ গোলে ড্র হয়। উত্তর বারিধারা ক্লাব এর পক্ষে এভগেনি কোচনেভ ১৮ মিনিটে একটি গোল করেন। অপরদিকে, মোহামেডান এসসি এর পক্ষ থেকে সোলেমান ডায়াবেট ৪৫+১ মিনিটে একটি গোল করেন।