টঙ্গীতে শহীদ ক্যাডেট একাডেমী মেইন ক্যাম্পাস-৩ উদ্বোধন

0
253
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে শহীদ ক্যাডেট একাডেমী মেইন ক্যাম্পাস-৩ ও ৩০তম শাখা উদ্বোধনী অনুষ্ঠান সোমবার টঙ্গীর হোসেন মার্কেট মুক্তারবাড়ী রোড সৈয়দ বাড়ি এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং প্রিন্সিপাল শাহীন হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। শহীদ ক্যাডেট একাডেমী মেইন ক্যাম্পাস-৩ উদ্বোধন করেন বিশিস্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মিসেস মমতাজ খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. আজমত উল্লা খান, শহীদ ক্যাডেট একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক মো: তারিক শহীদ সাদী, প্রতিষ্ঠানের উপদেষ্টা ফারজানা ইসলাম, টঙ্গী কমার্স কলেজের ব্যবস্থাপনা পরিচালক সরকার জাহিদুল ইসলাম টিপু, বিশিস্ট আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ, আনোয়ারুল করিম, আক্তারুজ্জামান, শফিকুল ইসলাম, শুুক্কুর আলী, শ্রমিক নেতা হিরন মিয়া, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম, ইমরান খান হৃদয়, নূর মোহাম্মদ শামীম, বিকাশ মোল্লা, বিশিষ্ট শিক্ষানুরাগী আরিফুল ইসলাম, আব্দুল খালেক, জানে আলম সবুজ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এড. আজমত উল্লা খান বলেন, শহীদ ক্যাডেট একাডেমী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তারা সুুনামের সহিত বিভিন্ন অঞ্চলে শিক্ষা বিস্তার করে যাচ্ছে। এ প্রতিষ্ঠানটি টাঙ্গাইল থেকে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক শহীদ সাদী বলেন, আমার প্রতিষ্ঠান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে। মেইন ক্যাম্পাস-১ টাঙ্গাইল দ্বিতীয় ক্যাম্পাস ঢাকার উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় এবং মেইন ক্যাম্পাস-৩ টঙ্গীতে রয়েছে। টঙ্গীর সাথে আমার আত্ম ও হৃদয়ের সম্পর্ক রয়েছে। ৩৬ বছর যাবত আমি শহীদ ক্যাডেট একাডেমী পরিচালনা করে যাচ্ছি। আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করে আজ বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ দেশের উচ্চতর জায়গায় আমার প্রতিষ্ঠিত শহীদ ক্যাডেট একাডেমীর ছাত্রছাত্রীরা সুনামের সহিত দেশ ও জাতি পরিচালনার কাজে নিয়োজিত রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here