Daily Gazipur Online

টঙ্গীতে শিক্ষার্থীদের ওরিয়েটেশন ও নবীনবরণ অনুষ্ঠিত

অলিদুর রহমান অলি, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে গতকাল রবিবার দুপুরে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ বেবি থেকে নবম ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েটেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সফিউদ্দিন সরকার একাডেমী‌ এন্ড কলেজের গভনিং বডির সভাপতি ভাষাসৈনিক মো. আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জননেতা আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি। আলোচনা করেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মুনসুরুল ইসলাম মিলন, গাজীপুর মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু প্রমূখ। প্রধান অতিথি সকল শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে বরণ করে নেয়া হয়।