Daily Gazipur Online

টঙ্গীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে কলেজ গেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক উভয় পাশ অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার সকাল সাড়ে ১০টায় টঙ্গীর কলেজ গেইট এলাকায় সফিউদ্দিন সরকার একাডেমীসহ স্থানীয় কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা এই অবরোধে অংশগ্রহণ করেন। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন গন্তব্যের উদ্যেশে চলাচলরত পরিবহন যাত্রীরা।
বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানান, শুধু মাত্র রাজধানীতে শিক্ষার্থীদের হাফ ভাড়ার সিদ্ধান্ত সরকারী ভাবে কার্যকর হয়েছে। তাহলে সারাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা হবে না কেন? যতদিন পর্যন্ত সারাদেশে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা না হবে ততদিন আমরা সড়ক অবরোধের কার্যক্রম চালিয়ে যাবো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী উপ পুলিশ কমিশনার পীযূষ কুমার দে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক।